শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনেও এগিয়ে যেতে হবে

রাউজান হাই স্কুলের অনুষ্ঠানে এমপি ফজলে করিম

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:৪৫ পূর্বাহ্ণ

রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী রাউজান আর আরএসি মডেল উচ্চ বিদ্যালয়ের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে যাতে আমাদের ছেলে মেয়েরা দেশের মধ্যে এগিয়ে থাকতে পারে, সেই লক্ষ্য অর্জনে আমি সব সুযোগ সুবিধা নিশ্চিত করে দিয়েছি। তাদের এগিয়ে নেয়ার কাজটি করতে হবে এখন শিক্ষক,অভিভাকরা সমন্বিত ভাবে। গতকাল বুধবার বিদ্যালয় পরিচালনা পরিষদ আয়োজিত বিদ্যালয়ের বহুমুখি উন্নয়নে অবদান রাখার জন্য তাঁকে দেয়া সংবর্ধনা প্রদান ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যাজাই মারমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক উত্তম খীসা। উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি রিদোয়ানুল ইসলাম, ওসি জাহেদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী পরিচিতি সভা
পরবর্তী নিবন্ধপারিশ্রমিক বাড়ানোর গুঞ্জন, যা বললেন রাশমিকা