শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ গড়ার অন্যতম কারিগর

পোর্ট সিটি ভার্সিটিতে ফাউন্ডার কনফারেন্স পানি সম্পদ উপমন্ত্রী

| রবিবার , ২১ মে, ২০২৩ at ৬:৩৬ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফাউন্ডার কনফারেন্সে পানি সম্পদ উপমন্ত্রী এবং পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভাসিটির প্রতিষ্ঠাতা একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার অন্যতম নাগরিক। সে কারণে স্মার্ট বাংলাদেশ তৈরি করতে হলে সবার আগে শিক্ষা স্মার্ট হতে হবে। বঙ্গবন্ধুকন্যা নির্দেশনা দিয়েছেন স্বপ্ন দেখিয়েছেন, আমরা ২০৪১ সালের স্বপ্ন দেখছি। ২০০৮ সালে তিনি বলেছিলেন ডিজিটাল বাংলাদেশ গড়বেন। ২০২২ সালে এসে বলেছেন, ডিজিটাল বাংলাদেশ পেয়ে গেছি। গত ১৯ মে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ফাউন্ডার কনফারেন্সে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার তাঁর বক্তব্যে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমেই বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠাকালীন থেকে এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি ও উন্নয়নে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ডিন, কর্মকর্তা ও কর্মচারীসহ ৭ জনকে ফাউন্ডার অ্যাওয়ার্ড ও সম্মাননা প্রদান করা হয়। বিভিন্ন ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বিভিন্ন ফোরামের ২৯ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের মেধাবী সন্তানদেও পুরস্কৃত করা হয়। এরপর সাংস্কৃতিক আয়োজনে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আলী আজম স্বপন, এহসানুল হক রিজন, ট্রেজারার প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, ব্যবসায় অধ্যয়ন অনুষদের ডিন প্রফেসর ড. মো. ফসিউল আলম, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেন, প্রক্টর এস এম ওসমান গণি, ছাত্রকল্যাণ উপদেষ্টা, বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সভাপতি, ফোরামের কোঅর্ডিনেটর, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমাজ সমীক্ষা সংঘের প্রাক বাজেট আলোচনা
পরবর্তী নিবন্ধজটিল রোগে আক্রান্তদের পাশে ফজলে করিম