শিক্ষার্থীরা আলোকিত মানুষ হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে

সীতাকুণ্ড কলেজে ওরিয়েন্টেশনে উপজেলা চেয়ারম্যান

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ১৭ অক্টোবর, ২০২৩ at ১০:৪০ পূর্বাহ্ণ

জ্ঞানের রাজ্যে শ্রেষ্ঠত্ব অর্জনকারীরাই জাতির সম্পদ। জীবনে প্রতিষ্ঠা পেতে অনুশীলনের বিকল্প নেই।

সীতাকুণ্ড ডিগ্রী কলেজ রাজনীতি মুক্ত। শিক্ষার্থীরা আলোকিত মানুষ হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। গতকাল সোমবার সীতাকুণ্ড ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ও কলেজ গভর্ণিং বডির সভাপতি এস এম আল মামুন এ কথা বলেন।

কলেজের নিরুপমা মুখার্জী মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুবীর কান্তি নাথের সভাপতিত্বে এবং শিক্ষার্থী শিউলী আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্ণিং বডির সদস্য আ ম ম দিলসাদ, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক কিশুয়ার মো. বেদারুল আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোহাম্মদ মুছা। বক্তব্য রাখেন শিক্ষার্থী প্রমি দাশ ও আজমিয়া আক্তার।

পূর্ববর্তী নিবন্ধজেলা পরিষদ ও অগ্রণী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
পরবর্তী নিবন্ধদেড় টন ইলিশ মাছ জব্দের পর এতিমখানায় বিতরণ