শিক্ষার্থীবাহী বাসের চাকা খুলে ওয়াসিম এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যারিয়ারে ধাক্কা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১০ ডিসেম্বর, ২০২৫ at ৭:৫৪ পূর্বাহ্ণ

নগরের শহীদ ওয়াসিম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসের চাকা খুলে ব্যারিয়ারের সঙ্গে ধাক্কা লাগে। গতকাল সকাল ৭টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি। পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সত্তার জানান, সকালে বিএফ শাহীন কলেজের শিক্ষার্থীদের নিয়ে বাসটি এঙপ্রেসওয়ে পার হচ্ছিলো। এসময় দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় কেউ হতাহত হননি। কেউ আইনগত ব্যবস্থাও নেননি। ক্ষতিগ্রস্ত বাসটি থানায় রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানানশিক্ষার্থীদের বহনকারী বাসের চাকা হঠাৎ খুলে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে এঙপ্রেসওয়ের ব্যারিয়ারের সঙ্গে বাসটি ধাক্কা খায়। বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও ভেতরে থাকা কোনো যাত্রী হতাহত হননি।

পূর্ববর্তী নিবন্ধরুমায় বম যুবকের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধআবু সাঈদ হত্যায় দায়ীদের সর্বোচ্চ শাস্তি চাইলেন হাসনাত আবদুল্লাহ