‘শিক্ষার্থীদের স্বপ্নকে লালন করে প্রিমিয়ার ইউনিভার্সিটি’

ইইই বিভাগে ৩৫তম ব্যাচের ওরিয়েন্টেশন

| মঙ্গলবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৪ at ৯:০৯ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটি শিক্ষার্থীদের স্বপ্নকে লালন করে। ইউনিভার্সিটি ও ইলেক্ট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ সকল প্রকার সুযোগসুবিধা তৈরি করে যেন শিক্ষার্থীরা স্বপ্নপূরণে যোগ্য হয়ে ওঠে। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে শিক্ষকরাও আন্তরিকভাবে সচেষ্ট।

গত ২২ সেপ্টেম্বর প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফল ২০২৪ সেমিস্টারে ইলেক্ট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে নতুন ভর্তি হওয়া ৩৫তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা। দামপাড়া ক্যাম্পাসস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি আরো বলেন, বর্তমান বিশ্ব দাঁড়িয়ে আছে বিদ্যুতের উপর এবং দিন দিন এই ক্ষেত্রটির সম্পসারিত হচ্ছে। তাই ইলেক্ট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের কর্মপরিসরও বাড়ছে প্রতিনিয়ত। ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়াররা তাই আমাদের দেশ গড়ার অন্যতম শক্তি। মানুষের নানান সমস্যা ও সঙ্কট কাটিয়ে উঠতে সহায়তা করবে এমন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে আগামীর প্রকৌশলীদের।

বিশেষ অতিথি ট্রেজারার ও সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ বলেন, একাডেমিক জ্ঞানের পাশাপাশি অবশ্যই নিজেদের স্কিল তৈরি করতে হবে। কর্মক্ষেত্রে প্রবেশাধিকার দেয় সিজিপিএ, কিন্তু টিকে থাকার জন্য প্রায়োগিক দক্ষতা এবং সফট স্কিল জরুরি। তাই, শুধুমাত্র সিজিপিএ অর্জনের দিকে মনোনিবেশ করলে হবে না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহমদ রাজীব চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় স্বাধীনতা উপভোগের স্থান হলেও এখানে কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। শিক্ষার উপযোগী পরিবেশ ও সুশৃঙ্খল ক্যাম্পাস বজায় রাখতে এবং অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে কিভাবে আচরণ করতে হবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট কোড অব কন্ডাক্ট আছে, যা শিক্ষার্থীদের মেনে চলতে হবে। নিয়মিত সেশন নেয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয় থেকে এ সংক্রান্ত সচেতনতা শিক্ষার্থীদের মাঝে গড়ে তোলা হয়। বিভাগের চেয়ারম্যান টুটুন চন্দ্র মল্লিকের সভাপতিত্বে সভায় শিক্ষকবৃন্দ এবং অন্যান্য ব্যাচের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।নবাগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষাপদ্ধতি ও অফিস কার্যক্রম কিভাবে পরিচালিত হয় সে সম্পর্কে ধারণা দেয়া হয় অনুষ্ঠানে। পাশাপাশি এক্সট্রা কারিকুলার এক্টিভিটি হিসেবে বিভিন্ন ক্লাবের কার্যক্রম নিয়েও নবীনদের ধারণা দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধসিআইইউতে অটাম-২৪ সেমিস্টারের ভর্তি পরীক্ষা
পরবর্তী নিবন্ধআল্লাহ সবাইকে দায়িত্বশীল করে পাঠিয়েছেন স্ব স্ব ক্ষেত্রে দায়িত্ব পালন করতে হবে