শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের গুরু দায়িত্ব রয়েছে

পুরস্কার বিতরণ ও কলেজের নতুন ভবনের উদ্বোধনে খলিলুর রহমান

পটিয়া প্রতিনিধি | সোমবার , ২০ জানুয়ারি, ২০২৫ at ৭:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি ও কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান বলেছেন, শিক্ষা হলো মনুষ্যত্ব বিকাশের অন্যতম মাধ্যম। শিক্ষার মাধ্যমে সমাজকে আলোকিত করতে শিক্ষার্থীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই শিক্ষার্থীদের যোগ্য ও মেধাবী নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের গুরু দায়িত্ব রয়েছে। তিনি গত ১৮ জানুয়ারী পটিয়া খলিলুর রহমান শিক্ষা কমপ্লেক্স আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণ, খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ (একাদশ ও স্মাতক) ও নতুন একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি ও উদ্বোধকের বক্তব্যে এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, জাতিকে সঠিক পথ দেখায় শিক্ষা। এ শিক্ষার মাধ্যমেই একটি আলোকিত রাষ্ট্র ও পৃথিবী গড়া সম্ভব। শিক্ষার্থীদের আগামীদিনের যোগ্য ও মেধাবী নাগরিক হিসেবে গড়ে তুলে প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রতিযোগিতায় ঠিকে থাকতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যলয়ের স্কুল অফ বিজনেস অ্যাডমিনিষ্ট্রেশনের ডিন প্রফেসর ড. কাজী আহমদ নবী। উপস্থিত ছিলেন খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তৈয়ব, খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলাম সিদ্দিক ও খলিলুর রহমান শিশু নিকেতনের প্রধান শিক্ষক ছোটন নাথ, খলিলুর রহমান শিক্ষা কমপ্লেক্সের পরিচালনা পর্ষদ নেতৃবৃন্দ, স্থানীয় মান্যগণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীগণ।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা ইতিহাসের অংশ
পরবর্তী নিবন্ধসর্বনিম্ন রানে অলআউটের বিশ্বরেকর্ড মালয়েশিয়ার