শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ

আন্দরকিল্লায় আলোচনা সভায় বক্তারা

| শনিবার , ১১ অক্টোবর, ২০২৫ at ১০:৫৪ পূর্বাহ্ণ

নগরীর আন্দরকিল্লাস্থ গীতাধ্বনি সনাতন বিদ্যামন্দিরের বিজয়া সম্মিলন গতকাল শুক্রবার বাগীশিক কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অঞ্জন দাশের সভাপতিত্বে ও গীতা প্রশিক্ষক চুমকি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন হালিশহর খাদ্য অধিদপ্তরের সহকারি ব্যবস্থাপক দোলন দেব। প্রধান অতিথি ছিলেন প্রবর্তক স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ মনোজ কুমার দেব। প্রধান বক্তা ছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ ডা. স্বপন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সরকারি সিটি কলেজের সহকারী অধ্যাপক তাপস কান্তি দে, গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লাবণী প্রভা দত্ত ও সমাজসেবী শিল্পী চৌধুরী। আরো বক্তব্য রাখেন গীতা প্রশিক্ষক কণিকা চৌধুরী, শর্মিষ্ঠা দে ঘোষ, অথৈ দত্ত, জয়া চৌধুরী, প্রিয়ন্তী দাশ, মৃত্তিকা দেওয়ানজী, প্রাচী চৌধুরী ও শান্ত্বনা দাশ। সমগ্র অনুষ্ঠান তত্ত্বাবধান করেন সাবেক কলেজ প্রভাষক পলাশ কান্তি নাথ রণী। অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিজয়া উপলক্ষে উপহার ও মিষ্টি বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রকৃত বিজয় হলো আসুরিক শক্তির বিরুদ্ধে সুর বা শুভ শক্তির বিজয়। শিক্ষার্থীদের মাঝে ঐশী শক্তির উন্মেষ ঘটাতে হবে এবং তাদের আগামীর জন্য তৈরি করতে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৩১ দফা অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেরও সুস্পষ্ট রূপরেখা
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের কোরআন বিতরণ