শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হয়ে সুনাগরিক হতে হবে

দোহাজারী পাঠশালা স্কুল এন্ড কলেজের বিদায় অনুষ্ঠানে এমপি নজরুল

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ১ মে, ২০২৩ at ১০:২৫ পূর্বাহ্ণ

সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, পড়ালেখায় মনোযোগী হয়ে সুশিক্ষিত ও সুনাগরিক হতে হবে আজকের শিক্ষার্থীদের। স্মার্ট বাংলাদেশের শিক্ষার্থী হিসেবে নিজেদেরকে গড়ে তুলে যোগ্যতার ভিত্তিতে স্থান করে নিতে হবে। প্রত্যেক শিক্ষার্থী যেন মানবিক, চরিত্রবান সুশিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করে আলোকিত মানুষ হয়ে আলোকিত সমাজ গঠন করতে পারে সে লক্ষ্য নিয়েই সামনে এগিয়ে যেতে হবে। তিনি গত ২৮ এপ্রিল স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে দোহাজারী পাঠশালা পাবলিক স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ এম আবদুল মোমেন লাভলুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, লোকমান হাকিম। প্রধান বক্তা ছিলেন প্রধান শিক্ষক বিঞ্চুযশা চক্রবর্তী। সাইফুদ্দীন মো. মানিকের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সুব্রত বডুয়া, জাহিদুল ইসলাম নয়ন, নুর মোহাম্মদ, নুরুল আমিন, সাবেক মেম্বার শাহ আলম, শিক্ষক হাসান জালালী, ওসমান গণি, তহিদুল ইসলাম, মিনহাজ উদ্দীন, শহিদুল ইসলাম, মো. এরফান, নুরুল আলম, কলিমুল্লাহ, সিরাজুল কাফি চৌধুরী, সিরাজুল হক সাকিব, শিক্ষার্থী হোসনে আরা আকতার রিমু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবিসিএস সাধারণ শিক্ষা সমিতি কার্যনির্বাহী কমিটির মতবিনিময়
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে তুলাতুলী বস্তিতে আগুন