শিক্ষার্থীদের নৈতিক মানুষ হিসেবে গড়তে হবে

মতবিনিময় সভায় বক্তারা

| শনিবার , ২ মার্চ, ২০২৪ at ৭:১৭ পূর্বাহ্ণ

হযরত শাহমীর আউলিয়া (রহ) স্মৃতি বৃত্তি ও কল্যাণ ট্রাস্টের উদ্যোগে স্কুল মাদ্রাসার ৩য় শ্রেণী থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে ২০২৩ সনে অনুষ্ঠিত স্মৃতি বৃত্তি পরীক্ষার বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে মতবিনিময় সভা ২৪ ফেব্রুয়ারি নগরীর চেরাগী পাহাড়স্থ বৈঠকখানা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ট্রাস্টের চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা আবুল কালাম আমিরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের সহসভাপতি ফয়জুল বারী ফাজিল ডিগ্রি মাদ্রাসার গভর্নিং বডির সহসভাপতি মুহাম্মদ আব্দুল মান্নান। মতবিনিময় সভায় ফয়জুল বারী ফাজিল ডিগ্রি মাদ্রাসা ময়দানে আগামী ২৭ এপ্রিল বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ করার দিনক্ষণ নির্ধারণ করা হয়। ৫জন ট্যালেন্টপুল সহ প্রায় ১৭০জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়। সভায় আলোচনায় অংশ নেন অধ্যক্ষ আল্লামা হাছান রেজভী, মুহাম্মদ নাছির উদ্দিন মাস্টার, মাওলানা মাসউদ জাহাঙ্গীর, হাফেজ শাহ আলম, ডা. ইউনুস অহিদী, মাওলানা আবু ছাদেক রেজভী, ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, মুহাম্মদ সাদেক আলী, সুলতান আহমদ, মুহাম্মদ নুরুল ইসলাম, মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ মহিউদ্দিন। পরে দেশ জাতির কল্যাণ কামনায় মুনাজাত করেন অধ্যক্ষ আল্লামা আবুল কালাম আমিরী। এতে বক্তারা বলেন, শিক্ষার্থীদের নৈতিক মানুষ হিসেবে গড়তে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে মাস্টার পরিমল কান্তি দে’র স্মরণে সভা
পরবর্তী নিবন্ধআনোয়ারায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল