চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, জ্ঞান মানুষের মনুষ্যত্ব অর্জন করতে শেখায়। একটি আদর্শ জাতির নেতৃত্ব দিতে স্কুলের গন্ডি থেকে আজ যারা বিদায় নিয়ে যাচ্ছ তোমাদের প্রস্তুতি নিতে হবে। এগিয়ে যেতে হবে অকুতোভয় সৈনিকের মত। সাফল্যের পথ যতই দুর্গম ও ভঙ্গুর হোক না কেন অবিচল নিষ্ঠা ও কর্মোদ্যম নিয়ে সকল বাঁধাকে তুচ্ছ করে ডিজিটাল বাংলাদেশের ভবিষ্যৎ কান্ডারি হিসেবে তৈরী হতে হবে। তিনি গতকাল মঙ্গলবার চসিক মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল মিলনায়তনে কৃষ্ণ কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু, কাউন্সিলর নিলু নাগ, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, শিক্ষা কর্মকর্তা উজালা রানী চাকমা, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাসেম, প্রধান শিক্ষক আকতার হোসেন, অধ্যক্ষ জারেকা বেগম, অধ্যক্ষ আব্দুল হক, পরিচালনা কমিটির সদস্য হামিদা বেগম প্রমুখ। মেয়র আরে বলেন, বর্তমান বিশ্বে শুধুমাত্র পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হলে চলবে না। শিক্ষার্থীদের যে কোনো ক্ষেত্রে কারিগরি জ্ঞান অর্জন করতে হবে। তিনি ছাত্রীদের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে ধারণা অর্জন করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যৎ কর্মজীবনে অবদান রাখার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।