শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হওয়ার আহ্বান চবি উপাচার্যের

চবিতে আন্ডারট্যাকিং এন্ড স্টিয়ারিং রিসার্চ শীর্ষক সেমিনার

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৪ ডিসেম্বর, ২০২৪ at ৮:৫৭ পূর্বাহ্ণ

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি গবেষণায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার। ‘আন্ডারট্যাকিং এন্ড স্টিয়ারিং রিসার্চ’ শীর্ষক গবেষণা বিষয়ক বিশেষ সেমিনারে এ আহ্বান জানান চবি উপাচার্য।

এ সময় গবেষণার মাধ্যমে সমাজ ও পৃথিবীর সমস্যাগুলোর সৃজনশীল সমাধান সম্ভব বলেও মন্তব্য করেন চবি উপাচার্য। চবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আয়োজিত এই সেমিনারে সহযোগিতায় ছিল চিটাগং ইউনিভার্সিটি রিসার্চ এন্ড হায়ার স্টাডি সোসাইটি এবং কমিউনিকেশন এন্ড জার্নালিজম রিসার্চ এসোসিয়েশন, চবি। গত বৃহস্পতিবার আইন অনুষদের এ. কে. খান অডিটোরিয়ামে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলা এই সেমিনারে অংশগ্রহণ করেন চবি ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার।

সেমিনারে স্পিকার হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া এন্ড কমিউনিকেশন স্টাডিজ বিভাগের প্রভাষক ড. আব্দুল আজীজ। তিনি ‘পাবলিশিং ইউর রিসার্চ’ শীর্ষক আলোচনা করেন। এছাড়া সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির কমিউনিকেশন এন্ড নিউ মিডিয়া বিভাগের পিএইচডি ক্যান্ডিডেড মোহাম্মদ তারেক হোসাইন ‘আন্ডারগ্র্যাজুয়েট রিসার্চ এন্ড ক্যারিয়ার ইন রিসার্চ’ শীর্ষক বিষয়ে তার অভিজ্ঞতা শেয়ার করেন।

উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার বলেন, গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে বিদেশি গবেষকদের সঙ্গে কাজ করার মাধ্যমে জ্ঞান বিনিময় এবং নতুন গবেষণার ক্ষেত্র আবিষ্কারের সুযোগ সৃষ্টি হয়। তাছাড়া প্রতিষ্ঠানের গবেষণা দক্ষতা বৃদ্ধির জন্য বিদেশি গবেষকরা নতুন নতুন পদ্ধতি ও কৌশল নিয়ে আসেন যা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দক্ষতা বৃদ্ধি করার সুযোগ সৃষ্টি হয়। তিনি আরও বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কী কাজ করছেন এবং কী গবেষণা করছেন তা জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ঘুরে দেখুন। সেখানে শিক্ষকদের গবেষণাপত্র এবং কাজের বিবরণ রয়েছে, যা আপনাদের উদ্বুদ্ধ করবে।

সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন চবি আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন এবং কমিউনিকেশন এন্ড জার্নালিজম রিসার্চ এসোসিয়েশন চবির সভাপতি ড. মো. শহীদুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহাদাত হোছাইন।

পূর্ববর্তী নিবন্ধইউএসটিসির বায়োকেমিস্ট্রি বিভাগের শিক্ষার্থীদের হ্যান্ডস অন পিসিআর
পরবর্তী নিবন্ধ১৭ বছর পর জাতি ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে বিজয় দিবস পালন করবে