চাকতাই শিশু শিক্ষা নিকেতন সরকারি প্রাাথমিক বিদ্যালয়ে ২০০ শিক্ষার্থীদের মাঝে নিজস্ব তহবিল শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়ালেখা করতে কোন টাকা খরচ করতে হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়েদের কাছে শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির টাকা দেন। অভিভাবকদের কাছে আমি অনুরোধ করবো সেই টাকা দিয়ে তারা যেন সন্তানদের পুষ্টিকর খাদ্য কিনে দেন। তিনি বলেন, শোকাবহ আগস্ট মাসে ১৯৭৫ সালে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল সদস্যকে হত্যা করা হয়েছিল। তিনি বলেন, দেশের উন্নয়নে বঙ্গবন্ধুকন্যা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তিনি তাঁর জন্য দোয়া করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস.এম হারুনুর রশিদের সভাপতিত্ব এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ফয়েজ উল্লাহ চৌধুরী বাহাদুরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কাউন্সিলর হাজী নুরুল হক,দাতা সদস্য সাইদ হোসেন সোহেল, মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবছার উদ্দিন,চাকতাই শিল্প ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, দীপঙ্কর চৌধুরী কাজল, অমর কান্তি দাশ, আলী আব্বাস, আলী আকবর,প্রধান শিক্ষিকা রিতা চক্রবর্তী, মিল্টন মজুমদার,বনানী তালুকদার, চেমন আরা ববি, মোহাম্মদ ফারুক। স্কুলের বিদ্যালয় পরিচালনা পরিষদ ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দের পক্ষ থেকে শিক্ষা উপমন্ত্রীকে ক্রেস্ট প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











