‘শিক্ষার্থীরা আলোকিত মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করলে গোটা শিক্ষক সমাজ সম্মানিত বোধ করে। আমার কোন ছাত্র–ছাত্রী যখন দেশ ও মানবকল্যাণে নিজেদেরকে যোগ্য সুনাগরিক হিসেবে সুপ্রতিষ্ঠিত হবে তখনই আমার জীবনের কিছু সফলতা আসবে’– কথাগুলো বলছিলেন খুলশী থানাধীন ১৩নং পাহাড়তলী ওয়ার্ডস্থ ঐতিহ্যবাহী টিকেট প্রিন্টিং প্রেস কলোনি হাই স্কুলের ১৭ বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালনকারী প্রধান শিক্ষক মৃণাল কান্তি দাশ। বিদায় অনুষ্ঠানের শুরুতে তিনি বিদ্যালয়ের সকল শিক্ষকদের নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক শ্রাবনী চৌধুরী, ফরিদা বেগম, মোঃ জয়নুল আবেদীন, মোঃ সাহাব উদ্দিন, মোঃ বাহার উদ্দিন, শিরিন সুলতানা, মো: মমিনুল হক, নাদিরা পারভিন, মিজানুল হাছান চৌধুরী, সুনম আলী, কাজী সাইফুন নাহার চৌধুরী, জান্নাতুল ফেরদৌস, তাহমিনা ইসলাম, অভিজিত সরকার, মোঃ আমিন হোসেন, রাধু বৈদ্য, তাহের খাতুন, মোঃ আব্দুর রহিম, মোঃ কাদির প্রমুখ। উল্লেখ্য, মৃণাল কান্তি দাশ প্রধান শিক্ষক হিসেবে ২০০৮ থেকে ২০২৪ইং পর্যন্ত টিকেট প্রিন্টিং প্রেস কলোনী হাই স্কুলে দায়িত্ব পালন করে অবসর নেন। পাশাপাশি পাহাড়তলী থানা বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ও বাংলাদেশ স্কাউটস রেলওয়ে জেলা শাখার সহ–সভাপতি দায়িত্ব পালন করেন। প্রেস বিজ্ঞপ্তি।