বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ শেষে একজন শিক্ষার্থী যখন উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে আসে, ঠিক তখনই আবাসনের জন্য ঠাঁই মেলে হলগুলোর গণরুমে। বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন পূরণ হলেও আবাসন সংকটের কারণে বুনে রাখা রঙিন স্বপ্ন দুঃস্বপ্নে রূপ নেয় এক নিমিষেই। গণরুমে বসবাসের চিত্র অবলোকন করলেই মনে হয়; তারা যেন নিজ দেশে উদ্বাস্তুর জীবন অতিবাহিত করছে। এমনকি শরণার্থী বললেও বোধহয় অত্যুক্তি হবে না। গণরুমে বসবাসকরী এমন হাজারো শিক্ষার্থী মানবেতর জীবনযাপন করছে প্রতিনিয়ত। যেখানে না থাকে বসবাসের উপযোগী পরিবেশ, না থাকে লেখাপড়ার পর্যাপ্ত সুযোগ। অধিকন্তু, তাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের নিরাপত্তাও থাকে অবহেলিত। এইসব গণরুমে পর্যাপ্ত আলো বাতাসহীন অস্বাস্থ্যকর পরিবেশে শিক্ষার্থীদের গাদাগাদি করে থাকতে হয়। একজন শিক্ষার্থীর কল্পলোকে সৃষ্টি হওয়া স্বপ্নের বিশ্ববিদ্যালয় বাস্তবে এসে সম্পূর্ণ উল্টো দিকে মোড় নেয়। এছাড়াও গণরুমে বসবাসকারী শিক্ষার্থীদের নানা রকম শারীরিক ও মানসিক হয়রানির ঘটনাও ঘটে অহরহ; যা শিক্ষার্থীদেরকে নানামুখী চ্যালেজ্ঞের সম্মুখীন করছে। গণরুমের এই বিভীষিকাময় অবস্থা থেকে উত্তরণকল্পে এবং পর্যাপ্ত ও স্বাস্থ্যকর আবাসন নিশ্চিতে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
মাহুরী কবীর শেফা
সমাজতত্ব বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।