শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আজিম আলী

| রবিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৪৩ পূর্বাহ্ণ

ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান ও আজিম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ আজিম আলী বলেছেন, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। ছাত্রছাত্রীদের শিক্ষার পাশাপাশি আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে এবং সঠিক শিক্ষাদানের পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগী করাতে হবে।

গত ২২ ফেব্রুয়ারি কর্ণফুলি উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের আজিম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুল মান্নান এবং ফাল্গুনী দাশের যৌথ সঞ্চালনায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কর্ণফুলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, সহকারী শিক্ষা কর্মকর্তা দ্বিজেন ধর, সৈয়দা আমাতুল্লাহ আরজু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম সাদা, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আবুল বশর, শিক্ষক মো. শফিক সাদেকী, জাহানারা বেগম, আনোয়ার হোসেন মেম্বার, শারমিন আকতার, প্রাক্তন ছাত্র পরিষদের প্রতিনিধি আকরাম হোসেন রানা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনৈতিকভাবে উজ্জীবিত আদর্শবান প্রজন্মই দেশকে এগিয়ে নিতে পারে
পরবর্তী নিবন্ধবোধনের আয়োজনে ‘রিটন সন্ধ্যা’