শিক্ষার্থীদেরকে সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে

কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় বক্তারা

| বৃহস্পতিবার , ৬ জুন, ২০২৪ at ৯:৩৮ পূর্বাহ্ণ

ফটিকছড়ি পৌরসভার গাউসিয়া ছোবহানিয়া যুব ফোরামের উদ্যোগে মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা পৌরসভাস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। আবুল কাশেম ফারুকীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজ রসায়ন বিভাগের সাবেক প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন। উদ্বোধক ছিলেন মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী। প্রধান বক্তা ছিলেন ডা. ছৈয়দ সৈয়দুল আলম কোরাইশী। বক্তারা বলেন, শুধু ভালো ফলাফল অর্জন বা জিপিএ৫ পাওয়া পড়াশোনার একমাত্র লক্ষ্য হতে পারে না। পরীক্ষায় কৃতিত্ব অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের আদর্শ মানুষরূপে গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। এধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা দক্ষতা ও যোগ্যতা অর্জনে সহায়ক ভূমিকা রাখে বলে বক্তারা উল্লেখ করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন এস.এম. আইয়ুব মিয়া। আবুল ফয়েজ তুহিনের সার্বিক তত্ত্বাবধানে ও মুহাম্মদ এয়াকুব আলী বাদশার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সৈয়দ আবু মহসীন, ফয়েজুল ইসলাম বাচ্চু, কাউন্সিলর মুহাম্মদ এহসানুল করিম, আব্দুল মালেক আশরাফী, কাউন্সিলর মুহাম্মদ জয়নাল আবেদীন, মুহাম্মদ আমান উল্লাহ আমান, মাস্টার মুহাম্মদ খোরশেদুল আলম, মুহাম্মদ শাহজাহান, মুহাম্মদ নুরু, মুহাম্মদ এখলাস উদ্দীন বাপ্পী, মুহাম্মদ তারেক প্রমুখ। বৃত্তিপ্রাপ্ত ও কৃতী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৪৬ চোরাই মোবাইলসহ ক্রয়-বিক্রয় চক্রের দুই সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধইমন কল্যাণ সংগীত বিদ্যাপীঠের সঙ্গীতানুষ্ঠান কাল