শিক্ষামন্ত্রীর ইফতার সামগ্রী পেল ১০ হাজার পরিবার

| মঙ্গলবার , ৯ এপ্রিল, ২০২৪ at ৫:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষ থেকে ১০ হাজার পরিবারকে ইফতার সামগ্রী ও ৫০০০ জনকে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। গত রোববার এসব ইফতার সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ কার্যক্রম শেষ হয়।

প্রথম রমজান থেকে এ পর্যন্ত চট্টগ্রাম৯ আসনের অন্তর্ভুক্ত ১৪টি ওয়ার্ডের ১০ হাজার পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি ইফতার সামগ্রীর প্যাকেট ৫ কেজি চাউল, ২ কেজি ছোলা, ১ কেজি মশুর ডাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১টি কন্ডেন্স মিল্ক কোটা, ২০০ গ্রাম চা পাতা, ১ কেজি লবণ রয়েছে।

ইফতার ও ঈদ বস্ত্র বিতরণ নিয়ে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন মানুষের পাশে দাঁড়াতে। সেই নির্দেশনা অনুসারে এই রমজানের উপহার বিতরণ করছি। বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ মানুষের কথা ভাবে। মানুষকে কীভাবে সহযোগিতা করা যায় সেই কথা ভাবে। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা করোনা মহামারী থেকে শুরু করে সকল দুর্যোগে সাধ্যমত সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। যার নির্দেশে আমরা এসব কাজ করছি তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যা এবং বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্যদের জন্য শিক্ষামন্ত্রী সবার কাছে দোয়া চেয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনগরীর জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনের অভিযান, জরিমানা
পরবর্তী নিবন্ধবিভিন্ন সংগঠনের ইফতার মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ