নাজিরহাট কলেজ, নাজিরহাট আহমদিয়া আলিয়া মাদ্রাসা এবং নাজিরহাট কলেজিয়েট স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা শিক্ষাব্রতী মওলানা আফজল আহমদ চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা আজ নাজিরহাটে অনুষ্ঠিত হবে। এছাড়া আলহাজ্ব চুন্নু মিয়া চৌধুরী মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে পুষ্পার্ঘ অর্পণ, কবর জিয়ারত, কোরানখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, মওলানা আফজল ১৯০৮ সালে হাটহাজারীর ফরহাদাবাদের ইউসুফ চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতায় অবস্থানকালে ১৯৩২ সালে চট্টগ্রাম মুসলিম ছাত্র সমিতির সাধারণ সম্পাদক এবং আসাম–বঙ্গ আরবি ছাত্র সম্মেলনের যুগ্ম সম্পাদক ছিলেন। পরে ফটিকছড়ি করোনেশন হাই স্কুলে হেড মওলানা এবং ১৯৪৯ হতে ১৯৬৮ সাল পর্যন্ত নাজিরহাট কলেজ পরিচালনা পর্ষদের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি আলহাজ্ব চুন্নু মিয়া চৌধুরী মেমোরিয়াল ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। ২০০৬ সালে ২০ জানুয়ারি তার মৃত্যু হয়। প্রেস বিজ্ঞপ্তি।