বিশিষ্ট শিক্ষাবিদ, দানবীর, কিউসি শিপিং লিমিটেডের সাবেক চেয়ারম্যান সাইফুদ্দিন কাদের চৌধুরীর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইছালে ছওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আগ্রাবাদ শফি ভবন কিউসি শিপিং লিমিটেড কার্যালয়ে কোরআন খতম ও মিলাদ মাহফিল শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় মুনাজাত করা হয়। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হযরতুল আল্লামা মৌলানা মুহাম্মদ নুরুজ্জামান (মা.জি.আ.)। স্মরণসভায় উপস্থিত ছিলেন কিউসি শিপিং লিমিটেড নির্বাহী পরিচালক জে এ এম ইকবাল হাসান, পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আবু হানিফ চৌধুরী চম্পা, জে শিপিং লিমিটেড (জিএম) কপিল উদ্দিন, এনামুল হক, সাজ্জাদ ইকবাল, মাহমুদুল হাসান রুমি, শফিকুল ইসলাম, কিউসি শিপিং লিমিটেড নির্বাহী কর্মকতার মধ্যে আহম্মেদ শুকান্নো চৌধুরী, হেলাল উদ্দিন শাকিল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।