শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন অফিসে স্যালাইন ও পানি সরবরাহের অনুরোধ সুজনের

| শুক্রবার , ১৭ মে, ২০২৪ at ৯:০১ পূর্বাহ্ণ

চলমান তীব্র তাপপ্রবাহে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারিবেসরকারি অফিস আদালতে খাবার স্যালাইন ও পানি সরবরাহের অনুরোধ জানালেন সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান প্রধানের প্রতি এ অনুরোধ জানান তিনি।

সুজন বলেন, সম্প্রতি সপ্তাহখানেক স্বস্তিতে থাকলেও আবার শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। দেশের বিভিন্ন এলাকায় বয়ে যাওয়া তাপপ্রবাহে অস্বস্তিতে রয়েছে সর্বস্তরের মানুষ। এ অবস্থায় তাপপ্রবাহ নিয়েই কাটাতে হবে জনজীবন। তাই এসময় চলাফেরা এবং খাওয়া দাওয়ায় বিশেষ সতর্কতা অবলম্বন করার অনুরোধ জানান তিনি। বিশেষ করে বেশি করে খাবার পানি এবং নিয়মিত খাবার স্যালাইন খাওয়ার পরামর্শ দেন তিনি। তিনি আরো বলেন, তীব্র তাপপ্রবাহের কারণে সম্প্রতি দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তাপপ্রবাহ কমতে থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর বৃদ্ধি না করে নিয়মিত ক্লাস শুরু করার নির্দেশনা প্রদান করেন শিক্ষা মন্ত্রণালয়। দীর্ঘ সময় শিক্ষার্থীরা ক্লাসবিমূখ থাকলে শিক্ষাজীবন ক্ষতির সম্ভাবনা থাকে বলে মনে করেন বিশেষজ্ঞগণ। তাই শিক্ষার্থীদের শিক্ষাজীবন নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যঝুঁকি কমাতে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের প্রধানদের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি। এক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত খাবার স্যালাইন সরবরাহ করারও অনুরোধ জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধকারাদণ্ডপ্রাপ্ত আসামিসহ ৬ জন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকামরুল-বাবুর দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় মন্ত্রণালয়