শিক্ষানীতি মেনে শিক্ষার্থীদের পাঠদান করতে হবে

স্কুল-মাদ্রাসার শিক্ষকদের সাথে মতবিনিময়ে এমপি মুজিব

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ১০ জুলাই, ২০২৪ at ১১:৩২ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসার প্রধানদের সাথে মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান। আলোচনায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবদুল খালেক পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, শ্যামল কান্তি দাশ, আবদুর রাজ্জাক, আতাউল করিম আতিক, আহমদ ছফা, আমান উল্লাহ চৌধুরী প্রমুখ ।

বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অঞ্জন চক্রবর্তী ও পালেগ্রাম হাকিমিয়া মাদ্রাসার শিক্ষক আবু নোমানের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মনতোষ দাশ, মোহাম্মদ ওমর ফারুক, কেএম মঈন উদ্দিন, রেজাউল করিম , সনজিত কুমার বড়ুয়া, মোহাম্মদ হোছাইন,মো.ফেরদৌস আক্তার, মাওলানা মো. আবু তৈয়ব, মো. রফিকুল ইসলাম, সৈয়দ মো. জসীম উদ্দিন তৈয়বী, মোহাম্মদ ইসমাঈল, মো. আবদুল খালেক, মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ ইউনুছ, মোহাম্মদ ইউনুছ, মো. আক্তার হোসেন, মো. তৈয়ব

মোহাম্মদ ইসমাঈল, মো. তৌহিদুল ইসলাম, মোশারফ হোসেন, মো. রমিজ উদ্দিন প্রমুখ। মতবিনিময় কালে প্রধান অতিথি সরকারের শিক্ষা নীতি মেনে শিক্ষার্থীদের পাঠদান করার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান। বাঁশখালীর সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকতায় উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে তিনি জানান।

তিনি বাঁশখালীতে শিক্ষার হার এগিয়ে নেওয়ার আহবান জানিয়ে বলেন, কিভাবে আগামীতে শিক্ষা ব্যবস্থা এগিয়ে নেওয়া যায়, সে ব্যাপারে সবাই মিলে কাজ করতে হবে। প্রতিটি স্কুল মাদ্রাসায় ডিজিটাল ল্যাবের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধমাউশি চট্টগ্রামের নতুন পরিচালক অধ্যাপক নারায়ণ চন্দ্র
পরবর্তী নিবন্ধবিষ্টি ভেজার আনন্দ