শিক্ষাগুরু

মোহাম্মদ মনছুর আলম | রবিবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:২৮ পূর্বাহ্ণ

মাতা পিতা দুনিয়া দেখালেন

শিক্ষক দিলেন আলো,

আলোর পথের পথিক যারা

থাকেন তারা ভালো।

মানব হয়ে শুধু জন্ম নিলে

মানুষ হওয়া যায় না,

শিক্ষা গ্রহণের মাধ্যমে চলে

মনুষ্যত্ব লাভের সাধনা।

শিক্ষক হলেন পথ নির্দেশক

জ্ঞানের মশাল জ্বালান,

ভালো খারাপ বুঝতে পারার

বোধটুকু তিনি জানান।

শিক্ষা হলো জাতির মেরুদণ্ড

শিক্ষার মেরুদণ্ড শিক্ষক,

জাতি গঠনের কারিগর তারা

নীতিনৈতিকতার রক্ষক।

শিক্ষাগুরুর শির সদা উন্নত

আদর্শ শিক্ষক যিনি,

সকল যুগে সকলের কাছে

সম্মানের পাত্র তিনি।

পূর্ববর্তী নিবন্ধরুডল্‌ফ ক্রিস্টফ ইউকেন : নোবেল বিজয়ী জার্মান দার্শনিক
পরবর্তী নিবন্ধভালো মানুষ কারো নিন্দা করে না