শিক্ষাখাতে বাজেটের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন

ঘাসফুলের আলোচনা সভায় বক্তারা

| রবিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৩৯ পূর্বাহ্ণ

কোভিডকালীন বেসরকারি শিক্ষাখাতে প্রণোদনা দেয়া হয়নি। বহু বেসরকারি স্কুল আর্থিক সংকটের কারণে বন্ধ হয়ে গেছে, বেতন না পেয়ে বহু শিক্ষক পেশা পরিবর্তন করেছে। কোভিডকালীন দেশের ৯১ শতাংশ শিশু, তরুণ মানসিক চাপে রয়েছে। তাদের মধ্যে অনেকে মানসিক রোগে ভুগছে। শিক্ষাক্ষতি পুষিয়ে নিতে ডে-শিফটে ফিজিক্যাল ক্লাশ এবং সান্ধকালীন অনলাইন ক্লাশ চালু করা যায়। শিক্ষাখাতে বাজেটের যথাযথ ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। গতকাল শনিবার ঘাসফুল আয়োজিত ‘কোভিড ১৯ : শিক্ষা ক্ষতি-পুনরুদ্ধার ভাবনা’ শীর্ষক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন। ঘাসফুল চেয়ারম্যান ও চবি সিনেট সদস্য ড. মনজুর-উল-আমিন চৌধুরীর সভাপতিত্বে ওয়েবিনারে স্বাগত বক্তব্য দেন, ঘাসফুলের সিইও আফতাবুর রহমান জাফরী। প্রধান অতিথি ছিলেন পিকেএসএফ চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ। প্রধান অতিথি বলেন, কোভিডকালীন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকাতে আবার জীবিকা হারিয়ে অনেকেই গ্রামে চলে যান। এক্ষেত্রে পুনরুদ্ধার কাজে গ্রামে চলে যাওয়া শিক্ষার্থীদের দিয়ে অন্যদের পাঠদানের মাধ্যমে বেস্ট প্র্যাকটিস প্রচলন করতে হবে। শিক্ষাখাতে বাজেটের যথাযথ ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। ড. তোফায়েল আহমেদ বলেন, অনতিবিলম্বে কোভিডকালীন শিক্ষাক্ষতির একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা জরুরি। প্যানেল আলোচক ছিলেন ইমেরিটাস প্রফেসর ড. এম. এ.সাত্তার মন্ডল, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ ইমাম আলি, প্রফেসর ড. গোলাম রহমান, ইউসেপ-বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. আবদুল করিম, চবি উপ-উপাচার্য প্রফেসর বেণু কুমার দে, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু রায়হান দোলন। তারা বলেন, কোভিডকালীন যে অনলাইন পাঠদান শিক্ষা সংস্কৃতি, দক্ষতা তৈরী হয়েছে তা ধরে রাখতে হবে, কোনভাবেই বাদ দেয়া যাবে না। বাংলাদেশের গ্রামেগঞ্জে ডিজিটাল অপটিক্যাল ফাইবার স্থাপন করা হয়েছে। এই সুযোগটি কাজে লাগিয়ে গ্রামেগঞ্জের সকল শিক্ষার্থীদের অনলাইন কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে।
আলোচনায় অংশ নেন, বিশ্ব ব্যাংকের কর্মকর্তা মোখলেসুর রহমান, ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, প্রধান শিক্ষক শাহেদা আক্তার, প্রধান শিক্ষক সঞ্জীব কুসুম চৌধুরী, ঘাসফুল পরাণ রহমান স্কুলের অধ্যক্ষ মাহমুদা আক্তার, প্রধান শিক্ষক রুবিনা ইয়াসমিন, অধ্যক্ষ প্রফেসর কামরুল ইসলাম, অধ্যক্ষ তহুরিন সবুর ডালিয়া, রাফিজা শাহীন, মাহমুদ হাসান, তপন কুমার দাশ, মো. মনজুর হোসেন, রাশেদা আক্তার, সাবিহা বিনতে জসিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআব্দুস সাত্তার ছিলেন বিএনপির জন্য নিবেদিত প্রাণ
পরবর্তী নিবন্ধআখতারুজ্জামান বাবু ও মহিউদ্দিন চৌধুরীর প্রতি শ্রদ্ধাঞ্জলি