সীতাকুণ্ড উপজেলা সৈয়দপুর ইউনিয়নের উত্তর বগাচতর ফয়জুল গণি নেছারিয়া হাফেজিয়া মাদরাসা এতিমখানার চারতলা একাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
গতকাল রোববার নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য দিদারুল আলম এমপি। উদ্বোধনকালে তিনি বলেন, আমার নির্বাচনী এলাকায় এমন কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা নেই, যেখানে সরকারের উন্নয়ন লাগেনি।
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে চারতলা নতুন ভবন নির্মাণ কাজ শেষ পর্যায়ে। কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ কাজ চলছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, সৈয়দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসেম ভূঁইয়া, সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন, হারুন ভূইয়া, মেজবাহ উদ্দিন রানা।












