শিক্ষক হত্যার প্রতিবাদে চবিতে মানববন্ধন

চবি প্রতিনিধি | বুধবার , ২৯ জুন, ২০২২ at ১০:৫৪ পূর্বাহ্ণ

ঢাকা সাভারের আশুলিয়ায় দশম শ্রেণির ছাত্র কর্তৃক শিক্ষক উৎপল কুমার সরকারকে (৩৫) পিটিয়ে হত্যার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নিহত উৎপল কুমার সরকার চবির রাজনীতি বিজ্ঞান বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

গতকাল মঙ্গলবার বেলা সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাজনীতি বিজ্ঞান বিভাগের ৪১তম ব্যাচের ব্যানারে মানববন্ধন হলেও রাজনীতি বিজ্ঞান বিভাগসহ বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ভূঁইয়া মো. মনোয়ার কবির বলেন, একজন ছাত্রের হাতে শিক্ষক হত্যা, এর চেয়ে দুঃখজনক বিষয় আর কী হতে পারে? শিক্ষকরা ছাত্রদের মাথার তাজ স্বরূপ। কিন্তু একজন ছাত্রের হাতে যখন একজন শিক্ষক খুন হন, তখন বিষয়টি কোনোভাবেই মেনে নেয়া যায় না।

আমি আজকের মাননবন্ধন থেকে আমার ছাত্র উৎপল হত্যার বিচারের দাবি জানাচ্ছি। নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. রহমান নাসির উদ্দিন বলেন, আমরা সভ্যতার একটি চরম অন্ধকার পর্যায়ে বসবাস করছি যেখানে একজন ছাত্রের হাতে শিক্ষক খুন হওয়ার চিত্র দেখতে হয়েছে। এই ঘটনাকে শুধু সাধারণ একটি অপরাধ হিসেবে বিবেচনা করলে চলবে না। সভ্যতাকে টেনে হিচড়ে পেছনের দিকে টেনে নিয়ে যাওয়ার একটি নিদর্শন হিসেবে দেখতে হবে।

রাজনীতি বিজ্ঞান বিভাগের ৪১তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ও চবি কর্মচারী সমিতির সভাপতি সুমন মামুনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি ড. এনায়েত উল্ল্যাহ পাটোয়ারী, চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক নিয়াজ মোর্শেদ রিপন ও উৎপল কুমারের সহপাঠী আব্দুল্লাহ আল মামুনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও সাবেক-বর্তমান শিক্ষার্থী। এ সময় হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জন্য প্রধানমন্ত্রীর নিকট দাবি জানান।

পূর্ববর্তী নিবন্ধমহাসড়কে যানজট নিরসনের দাবি
পরবর্তী নিবন্ধআবদুল হাই সরকার ঢাকা ব্যাংকের চেয়ারম্যান পুনঃনির্বাচিত