রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক, হরিহর উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ও হরিহর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি নেপাল চন্দ্র বণিক (৭০) গত ৫ নভেম্বর রাতে বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেন। তিনি ১ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়–স্বজন রেখে যান। উল্লেখ্য, প্রয়াত নেপাল চন্দ্র বণিক হরিহর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও একজন পল্লী চিকিৎসক ছিলেন। তাঁর মৃত্যুতে তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ–কমিটির সদস্য এরশাদ মাহমুদ, হরিহর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি শ্যামল কুমার ধরসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।