শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সম্মেলনে চাকরি জাতীয়করণের দাবি

| শনিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:৪৭ পূর্বাহ্ণ

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি মেনে নেওয়ার আহবান জানিয়েছেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। গতকাল শুক্রবার সকাল ১০টায় জামাল খানস্থ শাহ ওয়ালীউল্লাহ ইনস্টিটিউটে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ও শিক্ষক কর্মচারী ঐক্যজোট চট্টগ্রাম জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, , ছফা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনে চাকরি জাতীয়করণের এক দফা দাবি আদায়ে ৫ অক্টোবরের অনুষ্ঠিতব্য ঢাকার মহাসমাবেশকে ঐক্যবদ্ধ হয়ে সফল করার আহবান জানিয়ে বক্তব্য রাখেন সম্মেলনের প্রধান বক্তা বাশিস মহাসচিব মো: জাকির হোসেন। শিক্ষা ক্ষেত্রে বিরাজমান সরকারি বেসরকারি সকল বৈষম্য দূরীভূত করে শিক্ষকদের সামাজিক মর্যাদা ও চাকরির নিরাপত্তা রক্ষা করতে চাকরি জাতীয়করণ এখন সময়ের দাবি উল্লেখ করে সম্মেলনে বক্তব্য রাখেন বাকশিস চট্টগ্রাম জেলা সভাপতি অধ্যক্ষ মো. নাসির উদ্দীন, সহ সভাপতি অধ্যক্ষ আবদুল খালেক, সচিব অধ্যাপক মো. ওসমান গনি, অর্থ সচিব অধ্যাপক নাজিম উদ্দীন, বাশিস প্রেসিডিয়াম সদস্য হোসাইনুল ইসলাম মাতবর, চট্টগ্রাম আঞ্চলিক শাখার সহ সভাপতি মো. তৌহিদুল ইসলাম টিপু, সচিব কমল কান্তি ভৌমিক, নির্বাহী সচিব মো. সাইফুল ইসলাম চৌধুরী, যুগ্ম সচিব মো. জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মাহফুজুল ইসলাম, রাঙামাটি জেলা সভাপতি মো. মাঈন উদ্দিন, মাদ্রাসা শিক্ষক সমিতি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো নুরুল কবির প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় আন্তর্জাতিক জোট ঘোষণা সৌদি আরবের
পরবর্তী নিবন্ধঅন্তর্বর্তী সরকারের কাছে নারীমুক্তি, সমতা ও ন্যায্যতার দাবিনামা পেশ