শিক্ষকস্বল্পতা দূর করা হোক

| বুধবার , ১৬ অক্টোবর, ২০২৪ at ৬:০৮ পূর্বাহ্ণ

বর্তমানে বাংলাদেশে শিক্ষক স্বল্পতা একটি বড় সমস্যা। বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষকস্বল্পতা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পর্যাপ্ত শিক্ষকের অভাবে কলেজগুলোতে নিয়মিত পাঠদান দানে ব্যর্থ হচ্ছে কলেজ কর্তৃপক্ষ। বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী কলেজ চট্টগ্রাম কলেজ। শত বছরের ঐতিহ্য ধারণ করা কলেজটির বাংলা বিভাগ ও একটি ঐতিহ্যপূর্ণ বিভাগ। ড. মুহাম্মদ আব্দুল হাই, ডক্টর হুমায়ূন আজাদ, ফোকলোর বিশেষজ্ঞ মোহাম্মদ মনসুর উদ্দিন, অধ্যাপক মনিরুজ্জামানদের মতো বহু কৃতী শিক্ষকের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহমদ কবীর, অধ্যাপক ড. মাহবুবুল হক, অধ্যাপক ডক্টর আবুল কাসেম সহ বহু কৃতী শিক্ষার্থীরা বাংলা বিভাগের ঐতিহ্যকে সমৃদ্ধ করেছেন। এই ঐতিহ্যপূর্ণ শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত বিভাগটিতে বর্তমানে পদচারণা কমে যাচ্ছে।

বিভাগটিতে অনার্স, মাস্টার্সসহ অধ্যয়ন করছে শত শত শিক্ষার্থী। বর্তমানে বিভাগটিতে রয়েছে মাত্র ছয়জন শিক্ষক। এই ছয়জনকেই অনার্স এবং মাস্টার্স এর সাথে একাদশ দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদেরও ক্লাস নিতে হচ্ছে। ফলে তারা নিয়মিত সকল বর্ষের ক্লাস দিতে পারছেন না। এর কারণ শিক্ষকস্বল্পতা। যার ফলে শিক্ষার্থীদের মধ্যে কলেজে আসা এবং ক্লাস করার প্রবণতা কমে যাচ্ছে। শুধু চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগ নয় বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রায় কলেজগুলোতে শিক্ষক সংকট রয়েছে যা চোখে পড়ার মতো। তাই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জোর দাবি জানাচ্ছি।

নাদিয়া সুলতানা

শিক্ষার্থী, চতুর্থ বর্ষ,

বাংলা বিভাগ, চট্টগ্রাম কলেজ।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাল চৌধুরী : সঙ্গীতাকাশে এক উজ্জল নক্ষত্র
পরবর্তী নিবন্ধসময়ের সঠিক প্রয়োগ