শিক্ষকরা হলেন দেশ গড়ার কারিগর

নাজিরহাট কলেজে স্মরণসভায় বক্তারা

| শনিবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের নাজিরহাট কলেজের প্রতিষ্ঠাতা মরহুম মওলানা আফজল আহমদ চৌধুরীর ১৮তম মৃত্যুবার্ষিকী ও প্রতিষ্ঠাতা সহযোগীদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে কলেজ অডিটরিয়ামে উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে মৃত্যুবার্ষিকী ও স্মরণসভা উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মহিউদ্দীন। কলেজের অধ্যাপক মো. শাহ জামান সরকারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল আজিম, অধ্যক্ষ (অব🙂 মোহাম্মদ ইদ্রিছ, ডা. নিজাম মোর্শেদ চৌধুরী, আলমগীর মিয়া, বীর মুক্তিযোদ্ধা এস.এম. হামিদুল হক চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ শাহাবুদ্দীন, অধ্যাপক আ... মোস্তফা, অধ্যাপক শিরিন আকতার এবং অধ্যাপক খোরশেদ আলম প্রমুখ। সভায় আরও উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য দিদারুল আলম ও অধ্যাপক মো. গোলাম কিবরিয়া। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য উপস্থাপন করে আরমান উদ্দীন, আশরাফুল হক এবং সামিয়া আলম। আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক মাওলানা মোহাম্মদ দেলাওয়ার হোসেন। এতে বক্তারা বলেন, শিক্ষকরা হলেন দেশ গড়ার কারিগর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিবন্ধিতা জয় করা ইমতিয়াজ হারলেন জীবনযুদ্ধে
পরবর্তী নিবন্ধবাকলিয়া গাউসিয়া কমিটির মতবিনিময় সভা