শিক্ষকরা সমাজের অনুকরণীয় আদর্শ

কলাউজানে স্মরণসভায় বক্তারা

| শনিবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৪১ পূর্বাহ্ণ

কলাউজানে স্মরণসভায় বক্তারা

লোহাগাড়ার কলাউজান এলাহী মোহাম্মদী (দঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক শ্রীদাম চন্দ্র নাথের পঞ্চদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক আব্দুর খালেকের সভাপতিত্বে ও আয়োজক প্রতিষ্ঠান মানবতার জয়ধ্বনির সাধারণ সম্পাদক সুকান্ত দেবনাথের সঞ্চলনায় স্মরণসভায় উদ্বোধক ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলার উপপরিদর্শক একেএম আজাদ। প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া থানার ওসি মো. রাশেদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জনতা ব্যাংকের সাবেক ডিজিএম শম্ভু নাথ দাশ। বক্তব্য রাখেন কলাউজান ইউপি চেয়ারম্যান এ. ওয়াহেদ, বাংলাদেশ ডাক বিভাগের এজিএম গোপাল কান্তি নাথ, ডা. এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মুজিবুর রহমান দুলু, প্রধান শিক্ষক অরুন কান্তি পাল, সমাজসেবক মো. শামসুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবিতা দাশগুপ্তা, সাংবাদিক খোকন শীল, সমাজসেবক অধর নাথ, মো. নুর হোসেন, সংগঠক অধর কান্তি নাথ মহাজন, তপন কান্তি নাথ, টুটুল দাশ, রুবেল কান্তি নাথ। স্বাগত বক্তব্য রাখেন প্রয়াত শ্রীদামের জ্যেষ্ঠপুত্র কলেজ প্রভাষক পলাশ কান্তি নাথ রণী। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বছরের পর বছর সরকারি আনুতোষিক ছাড়া শিক্ষকতা করা শ্রীদাম মাস্টার আমাদের সমাজের অনুকরণীয় আদর্শ। তিনি সারাজীবন জ্ঞানের আলো জ্বালিয়ে সমাজকে আলোকিত করেছেন। মাদকমুক্ত যুবকরাই আমাদের দেশে আগামী দিনের নেতৃত্ব দেবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকোস্টার হেজের চুক্তি বাস্তবায়নের দাবিতে ঠিকাদার শ্রমিক ইউনিয়নের অবস্থান কর্মসূচি
পরবর্তী নিবন্ধবরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রাম ইপিজেড শিল্প অঞ্চলের সাধারণ সভা