শিক্ষকদের মর্যাদা অক্ষুণ্ন থাকুক

সুপর্ণা রায় চৌধুরী | বুধবার , ২৮ আগস্ট, ২০২৪ at ৯:০৪ পূর্বাহ্ণ

শিক্ষক যদি সূর্য হয়, তবে ছাত্রছাত্রীরা হলো চাঁদ! আড়ালে থেকেও ছাত্রছাত্রীদের জীবন আলোকিত করাতেই শিক্ষকের আনন্দ। যে শিক্ষার্থীরা সেই নিস্পাপ আলোকে ধারণ করতে পারে তারাই পরবর্তীতে একেকজন সূর্য হয়ে ওঠে। ক্লাস ফাইভে পড়ার সময় পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে আমার কাছে জানতে চাওয়া হয়েছিলো বড় হয়ে আমি কী হতে চাই? আমার সোজাসাপ্টা উত্তর ছিলো শিক্ষক হতে চাই। কারণ একটাই। আমি এমন এক পরিবারে বড় হয়েছি যেখানে বাবা মা সহ সবাই শিক্ষক। বলা ভালো আমার চৌদ্দগোষ্ঠীতে প্রায় সবাই শিক্ষক। তাই শিক্ষকতার সাথে অজান্তেই প্রেম হয়ে গিয়েছিল। আমি ভাগ্যবান ; আমার শিক্ষক হওয়ার ইচ্ছে সৃষ্টিকর্তা পূর্ণ করেছেন। ২০০৪ সাল থেকে আনুষ্ঠানিকভাবে আমার শিক্ষকতা জীবন শুরু। এতগুলো বছরে হাজার হাজার ছাত্রছাত্রীকে কিছু শেখাবার আর তাদের কাছ থেকেও অনেক কিছু শেখার সুযোগ হয়েছে আমার।এই ছাত্র ছাত্রীদের মধ্যে কম মেধাবী ছিলো, কিন্তু বেয়াদব বলার মতো কেউ আচরণ করেনি কখনো। ওরা কোমল মাটি। আমরা বড়রা ওদের যেভাবে গড়বো, ওরাতো সেভাবেই গড়ে উঠবে। কদিন ধরে শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের যে আচরণ দেখছি তাতে মর্মাহত! কিন্ত সারাদেশে একযোগে যা হচ্ছে তা দেশকে অস্থিতিশীল করার জন্য শিক্ষার্থীদের সামনে রেখে আর কেউ ঘটাচ্ছেনাতো! দেশের আলোকিত অভিভাবকরা নিশ্চয়ই সে ব্যাপারে দেখবেন। যদি কেউ শিক্ষার্থীদের বিপথে নিতে চান তবে আপনাদের বলছি, এমন ভুল করবেননা। ইতিহাস সাক্ষী, ছাত্ররা সত্যকে প্রতিষ্ঠিত করতে বারবার লড়েছে ; জয়ী হয়েছে। কারণ ওদের চাওয়া আর তা পাওয়ার জন্য ওদের প্রচেষ্টার জোর অনেক বেশি। একটা সুন্দর দেশ পাওয়ার আশায় ওরা মৃত্যুকেও উপেক্ষা করেছে। ওরা যতটা বড় হয়েছে, তারচেয়ে ওদের ছোট ভাববেননা। ওরা যতটা ছোট এখনো, তারচেয়ে ওদের জোর করে বড় বানিয়ে দেবেননা। ওদের ভেতরে যে আগুন তা বিবেক পোড়াতে কাজে লাগাবেননা। ওরা যেদিন বুঝবে শিক্ষকদের অভিশাপে অভিশপ্ত হওয়ার জন্য আপনারা দায়ী সেদিন আপনারাও ক্ষমা পাবেননা।প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বলছি, ভুলে যেওনা শিক্ষকরাও মানুষ;ভুল হতেই পারে। কোন অসন্তোষ থাকলে সেটার নানানভাবে সুন্দর সমাধান করা যেতে পারে; সরাসরি বা অভিভাবকদের মাধ্যমে ;কোন অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই। মনে রেখো ছাত্র শিক্ষকের একটাই দল। সে দলের নাম জ্ঞানার্জন। এর বাইরে এদের মধ্যে আলাদা কোন দল নেই, আলাদা কোন জাত নেই। তোমরা তোমাদের জীবনের মায়া ত্যাগ করেছো সুন্দর এক সময়ের জন্য। আমার বিশ্বাস এ ত্যাগ কখনোই তোমরা বিফল হতে দেবেনা। আলো দিয়েই ঢেকে দেবে সকল অন্ধকার। শিক্ষকদের মর্যাদা অক্ষুন্ন থাকুক। বিনম্র শ্রদ্ধা সকল শিক্ষকদের প্রতি।

পূর্ববর্তী নিবন্ধমানবতা ব্যতীত মানব নয়
পরবর্তী নিবন্ধদূরের টানে বাহির পানে