শিক্ষকদের পাঠদান দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা

টইটং রয়েল ফাউন্ডেশনের উদ্যোগ

| বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫ at ৫:২৬ পূর্বাহ্ণ

টইটং ইউনিয়নের সামাজিক ও শিক্ষামূলক সংগঠন টইটং রয়েল ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় শিক্ষকদের পাঠদান দক্ষতার উন্নয়নের লক্ষ্যে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা গত ১০ ও ১১ এপ্রিল টইটং আলহেরা মডেল একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আব্দুর রশিদের সভাপতিত্বে কর্মশালার কোঅর্ডিনেটর ও পশ্চিম টইটং রহমানিয়া আদর্শ ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা মুহাম্মদ জিয়াউল হক শফিকীর পরিচালনায় কর্মশালায় উদ্বোধনী বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ নাজিম উদ্দীন ও আলহেরা মডেল একাডেমির রেক্টর মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান। কর্মশালায় বিষয় ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন মাওলানা মুহাম্মদ আরিফ উল্লাহ, মাওলানা মুহাম্মদ নোমান বিন তাহের, মাওলানা মুহাম্মদ ওসমান গণি জিহাদী, মুহাম্মদ কামরুচ ছত্তার ও মুহাম্মদ মাহমুদুল হক। এতে যেসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহণ করে সেগুলো হলটইটং আলহেরা মডেল একাডেমির উভয় শাখা, পশ্চিম টইটং রহমানিয়া আদর্শ ইবতেদায়ী মাদ্রাসা ও হোছাইনিয়া তালিমুল কোরআন নুরানী মাদ্রাসা। কর্মশালা শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া মনসা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদুল্লাহ ফিরোজ, প্রধান বক্তা ছিলেন পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসাইন, বিশেষ অতিথি ছিলেন মগনামা মাঝির পাড়া শাহ রশিদিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন ফারুকী, চট্টগ্রাম কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ সাইফুল ইসলাম ও ঈদগাঁ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ জসিম উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ খাতুনগঞ্জের তিন প্রতিষ্ঠানকে জরিমানা
পরবর্তী নিবন্ধজাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বায়োটেকনোলজি কুইজ প্রতিযোগিতায় চবি রানার্সআপ