শিক্ষকদের দাবি আদায়ে রাস্তায় দাঁড়াতে হবে না

বাকশিস জেলা সম্মেলনে আসলাম চৌধুরী

| রবিবার , ১৬ নভেম্বর, ২০২৫ at ৫:৩৩ পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আসলাম চৌধুরী বলেছেন, নভেম্বর বাংলাদেশের জন্য ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ। এই নভেম্বরে সিপাহী বিপ্লবের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান মুক্ত হওয়ার পর দেশে গণতান্ত্রিক ধারা প্রবর্তন করেছিলেন। তিনি মেধাবীদেরকে শিক্ষকতা পেশায় যুক্ত করেছিলেন। তিনি আরো বলেন, ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় আমাদের সুযোগ আসলে শিক্ষকদের দাবি আদায়ে আর রাস্তায় দাঁড়াতে হবে না। তাদের দুঃখ দুর্দশা, চাহিদা, সম্মানি, বৈষম্যদূরীকরণসহ সকল সমস্যার সমাধান হবে।

বাকশিস চট্টগ্রাম জেলা আহবায়ক উপাধ্যক্ষ মোহাম্মদ নুরুল আলম রাজুর সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ নাজিম উদ্দিন ও অধ্যাপক রওশন আক্তার এবং আ্যাপক মাসুদ রানার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এএসএম আমানুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব অধ্যাপক ড. মো. খলিলুর রহমান।

শিক্ষককর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব জাকের হোসেন স্বাগত বক্তব্য রাখেন। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান। বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, হোসাইনুল ইসলাম মাতবর, মঞ্জুরুল আলম মঞ্জু, তৌহিদুল ইসলাম, জসিম উদ্দিন, অধ্যক্ষ রফিকুল ইসলাম, অধ্যক্ষ আবু হেনা মোস্তাফা কামাল, অধ্যাপক ওসমান গনি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতারুণ্যের উচ্ছ্বাস কবিতা উৎসব পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধএলডিপি কখনো ক্ষমতার রাজনীতি করে না