শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগে শিক্ষক সমিতির নিন্দা ও উদ্বেগ

আজাদী প্রতিবেদন | সোমবার , ২ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:১৩ পূর্বাহ্ণ

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও হয়রানি বন্ধে উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) চট্টগ্রামের নেতৃবৃন্দ। গতকাল রোববার বাশিসের চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার বিকালে নগরীর আন্দরকিল্লাস্থ শিক্ষক ভবনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি সৈয়দ লকিতুল্লাহ। সভায় বক্তাগণ সারাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ করানোর তীব্র প্রতিবাদ এবং জোরপূর্বক নেয়া পদত্যাগ পত্র বাতিলের আদেশ জারির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি দাবি জানিয়েছেন। এতে আরো বলা হয়, সারাদেশের ন্যায় চট্টগ্রামের বিভিন্ন জেলা ও উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে একটি মহল ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে প্রতিষ্ঠানে কর্মরত অধ্যক্ষ বা প্রধান শিক্ষকসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষকদের সম্পূর্ণ অবৈধভাবে জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করছে। তাছাড়া শিক্ষকদের লাঞ্ছিতও করছে। যা সম্পূর্ণ নিন্দনীয় ও গর্হিত কাজ। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে নেতৃবৃন্দ শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেন। তাছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। বক্তাগণ বলেন, সমপ্রতি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠকে এ ব্যাপারে উল্লেখ করে বলেন, শিক্ষককর্মচারীদের বলপূর্বক পদত্যাগের সুযোগ নেই। শিক্ষাঙ্গণে শিক্ষকশিক্ষার্থীদের সুসম্পর্ক বজায় রাখতে হবে। ব্যক্তিগতভাবে অপমানিত করা যাবে না।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার নার্সিং ও মিডওয়াইফারি কলেজের তালা-চাবি ছাত্রীদের নিয়ন্ত্রণে
পরবর্তী নিবন্ধইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান হলেন ফরীদ উদ্দীন আহমদ