কর্ণফুলী থানাধীন মধ্যম শিকলবাহা ৪নং ওয়ার্ডের কালারপুল এলাকায় ও উত্তর শিকলবাহা হাজী ওমরা মিয়া চৌধুরী নতুন মসজিদ রোড, পূর্ব মাস্টারহাট এলাকায় গতকাল বুধবার আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে রাজ এগ্রোর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক। বিশেষ অতিথি ছিলেন, দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর, ফিরিঙ্গি বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, রফিক আহমেদ, স্বেচ্ছাসেবক লীগ মহানগর শাখার সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সাবেক কাউন্সিলর আঞ্জুমান আরা, নাজিম উদ্দিন, মঞ্জুরুল আলম মঞ্জু, আওয়ামীলীগ নেতা আশরাফ আহমেদ, আকবর আলী, সাংবাদিক আবছার উদ্দিন অলি, তৌহিদ আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজ এগ্রোর স্বত্বাধিকারী মঈন মাশরুর আহমেদ। প্রধান অতিথি ওয়াহিদ মালেক বলেন, চট্টগ্রামের তরুণ উদ্যোক্তারা এগ্রো ফার্মে ইতোমধ্যে বেশ সফলতা অর্জন করেছে। তার মধ্যে রাজ এগ্রো অন্যতম। দেশে গরুর মাংসের চাহিদা মিটিয়ে এ ধরনের বেসরকারি উদ্যোগে পরিচালিত এগ্রো ফার্মগুলো দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
রাজ এগ্রোর স্বত্বাধিকারী মঈন মাশরুর আহমেদ বলেন, এখানে প্রাকৃতিক উপায়ে পালিত আকর্ষণীয় নেপালি গরু, শাহী ওয়াল, পাকড়া ও দেশি ষাড় গরু কোরবান উপলক্ষে সুলভ মূল্য বিক্রয় করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।