শাহ সূফি আমানত খান (রহ.) এর বার্ষিক ওরশ আজ

আজাদী ডেস্ক | শনিবার , ৮ জুন, ২০২৪ at ১১:০৩ পূর্বাহ্ণ

হযরত শাহ সুফি আমানত খান (রহ.) এর বার্ষিক ওরশ আজ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচি মধ্যে রয়েছে গিলাফ চড়ানো, ফুলের চাদর ছড়ানো, মিলাদ মাহফিল, রাতব্যাপী কোরআন তেলাওয়াত ও জিকিরের আয়োজন করা হয়েছে। এতে দূরদূরান্ত থেকে ভক্তরা উপস্থিত থাকবেন। মাহ্‌ফিলে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করবেন দরবার শরীফের সাজ্জাদানশীন মোতয়াল্লী শাহাজাদা ফরিদ উদ্দিন মুহাম্মদ আলী খান।

বারো আউলিয়ার পুণ্য ও ধন্যভূমি চট্টগ্রাম। সুদূর আরব ও প্রতিবেশী দেশ ভারত থেকে কিছু পীরআউলিয়া, ফকির, দরবেশ চট্টগ্রামে এসেছিলেন মানবকল্যাণে ও ইসলাম প্রচারের জন্য। হযরত শাহ আমানত (রহ) ভারত থেকে চট্টগ্রামে এসেছিলেন। হযরত শাহ আমানত (রহ.)-এর পূর্বপুরুষের নিবাস ছিল ইরাকে। তিনি বড়পীর হযরত আবদুল কাদের জিলানী (রহ.)-এর বংশধর ছিলেন। তার বাবার নাম হযরত নিয়ামত শাহ (রহ.)

পূর্ববর্তী নিবন্ধপ্রেমের টানে শ্রীলঙ্কার তরুণী ফটিকছড়িতে
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে ৮৬০ গৃহহীন পরিবার পাচ্ছে সেমিপাকা ঘর