অরাজনৈতিক, তাসাউফ ভিত্তিক ও সেবামূলক সংগঠন শাহ মালেকীয়া যুব কমিটি বাংলাদেশের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল উদযাপন করা হয়। এতে বক্তব্য রাখেন রেজাউল হক গোফরান, মহিউদ্দীন ছগির, ফয়েজুল হক, বোরহান উদ্দীন মালেকী, গিয়াস উদ্দীন, এহছানুল করিম তানিম।
বক্তব্যে বক্তারা বলেন, শাহ্ মালেকীয়া যুব কমিটি বাংলাদেশ বিগত সময়ে দেশের দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে ছিলো। যুব সমাজ ও ছাত্র সমাজকে চারিত্রিক অবক্ষয় থেকে মুক্ত করে সুন্দর সমাজ বিনির্মাণে সহায়ক ভূমিকা রেখেছে। এতে থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












