শাহ এমদাদীয়া রাঙ্গামাটি ইউনিটের রক্তদান কর্মসূচি

| শুক্রবার , ২৩ মে, ২০২৫ at ৭:৫২ পূর্বাহ্ণ

রক্তদাতারা কেবল একজন মানুষকে রক্ত দেন না, তারা একজন জীবিত মানুষকে নতুন জীবন উপহার দেনএই বোধকে সামনে রেখে রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হলো শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের ব্যতিক্রমী রক্তদান কর্মসূচি। গতকাল বৃহস্পতিবার রাঙ্গামাটি সদর বনরূপা দায়রা প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচির আয়োজন করে মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপ। সহযোগিতায় ছিল আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) রাঙ্গামাটি জেলা কমিটি, কাউখালি উপজেলা কমিটি এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম। অনুষ্ঠানে ৫৮ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয় এবং বহু মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত আলহাজ্ব সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর (.) পৃষ্ঠপোষকতায় এবং নায়েব সাজ্জাদানশীন, মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সার্বিক দিকনির্দেশনায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্তদান কেন্দ্রের ইনচার্জ ডা. মিসবাহ উদ্দীন, প্রোগ্রাম অর্গানাইজার জসিম উদ্দীন, শাহ এমদাদীয়া কেন্দ্রীয় ব্লাড ডোনার্স গ্রুপের সহসভাপতি মুহাম্মদ সোহেল চৌধুরী, দারুত তায়ালীম সম্পাদক মুহাম্মদ ইউনুস মিয়া, এবং জনসংযোগ ও প্রচার সম্পাদক মুহাম্মদ পারভেছ উদ্দীনসহ বনরূপা দায়রা, জেলা, উপজেলা ও ইউনিট কমিটির নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধচবি সাংবাদিক সমিতির সভাপতি জানে আলম, সম্পাদক মাহফুজ শুভ্র
পরবর্তী নিবন্ধআনোয়ারায় দুর্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা