শাহ আমানতে সিগারেটের প্যাকেটে মিলল দেড় কোটি টাকার সোনা

হাসান আকবর | শুক্রবার , ২৬ জানুয়ারি, ২০২৪ at ১২:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ১৪টি স্বর্ণের বার জব্দ করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে বিমানবন্দরের কনভেয়ার বেল্টে পাওয়া সিগারেটের প্যাকেট থেকে স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

গোয়েন্দা সংস্থা এনএসআই জানায়, কনভেয়ার বেল্টে লাগেজের সঙ্গে সিগারেটের প্যাকেটও দেখা যায়। পরে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা সেই প্যাকেট খুলে ১৪ পিস স্বর্ণের বার পায়। যার ওজন দেড় কেজি। এর বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

স্বর্ণগুলো এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের এ৯-৫২৬ যোগে শারজাহ হতে অত্র বিমানবন্দরে এসে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর শুল্ক গোয়েন্দার নিকট হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে সিএনজি চোর চক্রের ২ সদস্য গ্রেফতার, চার সিএনজি উদ্ধার
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় পরিণত করা হবে : স্বাস্থ্যমন্ত্রী