শাহ আমানতে বিমানের সিটের নিচে সাড়ে ৪ কেজি স্বর্ণ

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৩ জানুয়ারি, ২০২৪ at ১১:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে ৪ কেজি ৫৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শারজাহ থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট ইএ-১৫২ থেকে এ স্বর্ণ উদ্ধার করে এনএসআই ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

উদ্ধারকৃত স্বর্ণের মূল্য যার আনুমানিক মূল্য ৩ কোটি ৮৯ লক্ষ ৭১ হাজার ৩৬০ টাকা বলে জানা গেছে।

কাস্টম হাউসের একজন কর্মকর্তা জানান, এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যৌথ অভিযানে পূর্ববর্তী গোপন তথ্যের ভিত্তিতে শারজাহ হতে আগত বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তল্লাশির মাধ্যমে পরিত্যক্ত অবস্থায় সিটের নিচ থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধইয়েমেনে হুতিদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় হামলা
পরবর্তী নিবন্ধনাজিরহাটে সড়কের পাশেই ময়লার স্তুপ, চরম বিপাকে পথচারীরা