শাহ আমানতে নামাজ ঘর ও ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন

পিএইচপি ফ্যামিলির উদ্যোগ

| সোমবার , ১৩ মে, ২০২৪ at ৭:০৫ পূর্বাহ্ণ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নারীপুরুষদের জন্য পৃথক নামাজের স্থান ও ব্রেস্ট ফিডিং কর্নার চালু হয়েছে। দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী পিএইচপি ফ্যামিলির তত্বাবধানে এ সেবা কাযক্রম চালু হয়।

গতকাল রবিবার সকালে বিমানবন্দর যাত্রীদের জন্য এ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

এতে বিশেষ অতিথি ছিলেন সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের সদস্য (অপারেশন অ্যান্ড প্লানিং) এয়ার কমোডর এ এফ এম আতিকুজ্জামান। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে। এসময় পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ উপস্থিত ছিলেন। আজ সোমবার চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট চালু হচ্ছে। তার আগেই ওযুখানাসহ নামাজের ঘর ও ব্রেস্ট ফিডিং কর্নার চালু করতে পারায় শুকরিয়া আদায় করেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাট্টলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে অভিভাবক সমাবেশ
পরবর্তী নিবন্ধসিবিইউএফটির সঙ্গে ভারতের ডিকেটিই টেক্সটাইল ইনস্টিটিউটের সমঝোতা স্মারক স্বাক্ষরিত