শাহ্‌ মোহ্‌ছেন আউলিয়া ডিগ্রি কলেজে মতবিনিময়

| মঙ্গলবার , ১৬ জানুয়ারি, ২০২৪ at ১০:২০ পূর্বাহ্ণ

শাহ্‌ মোহ্‌ছেন আউলিয়া ডিগ্রি কলেজে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইশতিয়াক ইমন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষানুরাগী মো. লিয়াকত আলী চৌধুরী। প্রধান অতিথি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি জ্ঞান অর্জন করে নিজেদের স্মার্ট হিসেবে গড়ে উঠার নির্দশনা দেন। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) দেবপ্রিয় বড়ুয়া। বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ মাইন উদ্দিন, অধ্যাপক অরুন কান্তি দত্ত। সভা সঞ্চালনা করেন অধ্যাপক মো. ফজলুল করিম ও অধ্যাপক রাশিদা সুলতানা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে শিক্ষিকাকে কুপ্রস্তাব, শিক্ষক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধঝাউতলা জামিয়া মাদরাসার মাহফিল ১৯ জানুয়ারি