হাসান মাহমুদকে আউট করে প্রথম টেস্ট ম্যাচে প্রথমবারের মতো উইকেটের দেখা পেলেন শাহিন শাহ আফ্রিদি। উদযাপনেই বোঝা যাচ্ছিল বাবা হওয়ার আনন্দে মাতোয়ারা ডানহাতি এই পেসার। বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট চলার সময়ই বাবা হওয়ার খবর পান শাহিন। পুত্রসন্তানের জন্ম দেন তার স্ত্রী আনশা আফ্রিদি।
সন্তানের নাম তারা রেখেছেন আলী ইয়ার। সন্তান ও স্ত্রীকে দেখতে আজ টেস্ট শেষ হওয়ার পরপরই করাচির উদ্দেশে রওনা দেবেন শাহিন। গত বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির মেয়ে আনশার সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। বাবা হওয়ার পর শুভেচ্ছাবার্তায় ভাসছেন শাহিন। তার শ্বশুর আফ্রিদিও পাচ্ছেন নানা হওয়ার আনন্দ।