শাহানশাহ্‌ হক ভাণ্ডারী মাদরাসা পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

| সোমবার , ২৫ নভেম্বর, ২০২৪ at ৬:১৫ পূর্বাহ্ণ

শাহানশাহ্‌ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (.) ট্রাস্ট পরিচালিত শাহানশাহ্‌ হক ভাণ্ডারী ইবতেদায়ী মাদরাসার ২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল গতকাল বোরবার অনুষ্ঠিত হয়। মাদরাসা শিক্ষক মোহাম্মদ আবদুল আজিজের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পরিষদের সদস্য মোহাম্মদ লোকমান হোসেন। প্রধান অতিথি ছিলেন মাদরাসা পরিচালনা পর্ষদ সভাপতি মোহাম্মদ বেলাল উদ্দিন। বক্তব্য রাথেন মাদরাসা সুপার মুহাম্মদ আমিরুল ইসলাম রিয়াজ, বারমাসিয়া আবদুল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু মহসিন, বারমাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃষ্ণ শীল, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আবদুস সালাম মেম্বার। বক্তারা বলেন,আল্লাহর অলিগণের আগমন ঘটে মানবতার কল্যাণের জন্য। শাহানশাহ্‌ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীও এর ব্যতিক্রম ছিলেন না। তাঁরই পদাঙ্ক অনুসরণ করে এই ট্রাস্ট মানবতার কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে।

এতে উপস্থিত ছিলেন মোহাম্মদ খোরশেদুল আলম, মোহাম্মদ শাহাদাত হোসেন, মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ আবছার প্রমুখ। শেষে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মাদরাসা সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মুহাম্মদ আমিরুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বৃত্তি দেবে চট্টগ্রামস্থ টেকনাফ সমিতি
পরবর্তী নিবন্ধপুঁথি গবেষক ইসহাক চৌধুরী স্মরণে চাটগাঁ ভাষা পরিষদের সভা