মহিলা দল চট্টগ্রাম মহানগর : চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি চসিক নির্বাচনে বিএনপি দলীয় মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের পক্ষে চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা গোলজার বেগমের নেতৃত্বে গণসংযোগ সহ ট্রাক যোগে বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের সমর্থনে প্রচারণা চালানো হয়। এসময় লালখান বাজার, বাগমনিরাম, এনায়েত বাজার, জামালখান, চকবাজার, দেওয়ান বাজার, পশ্চিম বাকলিয়া, আন্দরকিল্লা, ফিরিঙ্গী বাজার, বঙির হাট, কালামিয়া বাজার, দক্ষিণ বাকলিয়া, পূর্ব বাকলিয়া নির্বাচনী এলাকায় লিফলেট বিতরণ করা হয়। গণসংযোগকালে গোলজার বেগম ডা. শাহাদাত হোসেনকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার মাধ্যমে চট্টগ্রাম মহানগরকে সার্বিক উন্নয়নে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা মহিলা দলের সাধারণ সম্পাদিকা খতিজা বেগম, চকবাজার থানা মহিলা দলের সাধারণ সম্পাদিকা আলতাজ বেগম, পারভীন ফারহানা রোজা, জাহানারা বেগম মনি, কমলা তানিয়া, আকাশী বেগম, খালেদা বেগম, আফসানা বেগম প্রমুখ।
জাসাস : জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের পক্ষে ধানের শীষ প্রতীকে নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে।
গতকাল শনিবার বিএনপি’র দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে থেকে ধানের শীষের সমর্থনে শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সমন্বয়ে ট্রাক যোগে নির্বাচনী সংগীত প্রচারণা শুরু হয়ে নগরীর নুর আহমেদ সড়ক, জিইসির মোড়, দেওয়ানহাট মোড়, আগ্রাবাদ, নিউ মার্কেট, বন্দর এলাকা প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী চট্টগ্রাম মহানগর জাসাসের সভাপতি আব্দুল মান্নান রানা, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ শিপন, সিনিয়র সহ-সভাপতি দোস্ত মোহাম্মদ, সহ-সভাপতি খন্দকার সাইফুল ইসলাম, শফি আলম, নজরুল ইসলাম তুহিন, রুবেল বড়ুয়া, আবুল কালাম, এস এম তারেক, গোলাম মো. শরিফ, আব্দুল হান্নান শিবলী, নাজিম উদ্দিন, মো. মাহাবুব ইসলাম, নাহিদা আক্তার, রাজ সাগর, ইসরাত জাহান উর্মি, গাজী রুপা প্রমুখ। এসময় কণ্ঠশিল্পী আবদুল মান্নান রানা চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নের জন্য আগামী ২৭ জানুয়ারি ডা. শাহাদাত হোসেনকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান।
দেওয়ানবাজার ওয়ার্ড বিএনপি : দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির উদ্যোগে চসিক বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের সমর্থনে গণসংযোগ চালানো হয়েছে। নেতৃবৃন্দ ঘাটফরহাদবেগ, আফিং গলি, কাটাপাহাড়, কোরবানিগঞ্জ এলাকায় লিফলেট বিতরণ করেন। এসময় বিএনপির চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নানের নেতৃত্বে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মজিবুর রহমান চেয়ারম্যান, জামাল উদ্দিন, যুবদল নেতা যুবরাজ, বাহাদুর, জুয়েল, আরিফ, বেলাল, কফিল, আব্দুল মোমেন, রুবেল পাশা প্রমুখ।