চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও মনোয়ারা বেগম মনিসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে ৪০নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মো. হারুন ও সাধারণ সম্পাদক মনজুর কাদের এ দাবি জানান। একই সাথে তারা কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এসএম সাইফুল আলম, নাজিমুর রহমান, ইয়াছিন চৌধুরী লিটন, শাহ আলমসহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকার হামলা-মামলা-গ্রেপ্তারের মাধ্যমে বিএনপিকে ধমিয়ে রাখতে পারেনি, পারবেও না। বিএনপি কোন সময় আপোস করেনি। এসব বানোয়াট মামলা দিয়ে বিএনপিকে ঘরে আবদ্ধ করে রাখতে পারবে না। প্রেস বিজ্ঞপ্তি।