যুগশ্রেষ্ঠ অলি–এ কামেল হযরত মাওলানা শাহছুফী ছৈয়দ আবদুচ্ছালাম ঈছাপুরীর (রহ.) ১৪৫তম (মৌলুদ শরীফ) ওরশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ফটিকছড়ি উপজেলার নানুপুর আস্তানা–এ–ঈছাপুরী দরবার শরীফে যথাযোগ্য মর্যাদায় ওরশ শরীফ অনুষ্ঠিত হয়। ওরশ শরীফ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান ও মাহফিল এন্তেজামিয়া কমিটির সভাপতি সুফি মোহাম্মদ মিজানুর রহমান। আলোচনার শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলওয়াত করেন বিশ্ববিখ্যাত ক্বারী শায়েখ আহমাদ বিন ইউসুফ আযহারী।
আল্লাহর প্রিয় বান্দা আওলিয়া কেরামের শানে আলোচনা করেন আহলে সুন্নাত ওয়াল জমাআতের চেয়ারম্যান মুফতি কাজী মঈনুদ্দিন আশরাফী, জমিয়াতুল ফালাহ জামে মসজিদের খতিব মাওলানা আবু তালেব মো. আলাউদ্দিন, মাওলানা নুর মোহাম্মদ আলকাদেরী, অধ্যাপক কামাল উদ্দিন, ড. মোহাম্মদ জাফর উল্লাহ। সভায় হযরত মাওলানা শাহসুফি ছৈয়দ আবদুচ্ছালাম ঈছাপুরীর (রহ.) আওলাদ শাহজাদা সৈয়দ সফিউল আলম, সৈয়দ আশরাফুজ্জামান, সৈয়দ এহসানুল করিম, আমানুল্লাহ আহসান, সৈয়দ ফয়জুুল আজিম, সৈয়দ মশিউর রহমান আরাফাত, সৈয়দ এরফানুল্লাহ, মোহাম্মদ সোলায়মান, খোরশেদ আলম চৌধুরী, দিলশাদ আহমেদ, নাজিব আশরাফী প্রমুখ উপস্থিত ছিলেন। ওরশ উপলক্ষে দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল খতমে কোরান, খতমে খাজেগান, খতমে গাউছিয়া ও মিলাদ শরীফ। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মুনাজাত করা হয়। মাহফিলে নাতে মোস্তফা পরিবেশন করেন শায়ের মুনির উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।