শাহসুফি সৈয়দ আহমদ কবির (ক.) মাইজভাণ্ডারীর বার্ষিক ওরশ

| শনিবার , ১১ মে, ২০২৪ at ৭:২৮ পূর্বাহ্ণ

গাউছুল আজম শাহসুফি সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভাণ্ডারীর ভ্রাতুষ্পুত্র মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ কবির (.) মাইজভান্ডারীর ২৫ তম বার্ষিক ওরশ গতকাল শুক্রবার দিনব্যপী কর্মসূচির মাধ্যমে সম্পন্ন হয়েছে। মাইজভাণ্ডার দরবার শরীফের হাদী মঞ্জিলে দিনব্যপী কর্মসূচির মধ্যে ছিল, খতমে কুরআন, খতমে বোখারী, খতমে গাউছিয়া মাইজভাণ্ডারীয়া, রওজায় গিলাফ চড়ানো, পুষ্পস্তবক অর্পণ, শাহসুফি সৈয়দ আহমদ কবির বাবার জীবনদর্শনের উপর আলোচনা, ওয়াজমিলাদ, ছামা মাহফিলকাওয়ালী, দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত এবং তবারুক বিতরণ।

জমিয়তে মঈনুল হাদী গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় সম্বণয়ক সুফী গবেষক কামরুল ইসলাম রাশেদ মাইজভাণ্ডারীর পরিচালনায় মাওলানা শাহসূফী সৈয়দ মঈনুল কবির মাইজভাণ্ডারী আল হাসানীওয়াল হোসাইনীর (মজিআ.) সভাপতিত্বে মিলাদমাহফিলে উপস্থিত ছিলেন শাহজাদা শাহসূফী আল্লামা সৈয়দ তানভীর হাদী (মজিআ.) মাইজভাণ্ডারী, শাহাজাদা সৈয়দ তাজভীর হাদী (মজিআ.) মাইজভাণ্ডারী, মওলানা মুহ. নেজাম উদ্দীন চিশতী মাইজভাণ্ডারী, মুফতী কাজী শফিউল আলম জিহাদী মাইজভাণ্ডারী, মওলানা দেলোয়ার রেজভী, মুফতী ছালেহ সুফিয়ান মাইজভাণ্ডারী, জসীম মোল্লা চেয়ারম্যান মাইজভাণ্ডারী, সাবেক কাউন্সিলর শাহ মুহ. শরীফ মাইজভাণ্ডারী, মুহ. ইমাম শরীফ মাইজভাণ্ডারী, . মুহ. হাবীবুর রহমান। মাহফিল শেষে দেশ ও জাতির সুখশান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন এবং ফিলিস্তিনসহ বিশ্বের নির্যাতিত সকল মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজত করেন শাহসূফী সৈয়দ মঈনুল কবির মাইজভাণ্ডারী আল হাসানীওয়াল হোসাইনী (মজিআ.)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে পল্লী বিদ্যুৎ সমিতির শ্রমিক কর্মচারীদের আন্দোলন
পরবর্তী নিবন্ধসিআরবি রক্ষা মঞ্চের বিক্ষোভ