নগরীর কোতোয়ালী এলাকায় মিনিবাস ও পুলিশের ওপর হামলা মামলায় সাবেক এমপি শাহজাহান চৌধুরীসহ ৩৯ জনকে খালাস দিয়েছে আদালত। গতকাল রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত দায়রা জজ এম এ হালিম এ আদেশ দেন। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ আবু তাহের দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সরকার মামলাটি রাজনৈতিক হয়রানি মূলক মামলা হিসাবে চিহ্নিত করে গ্যাজেট করেছেন। এরই ধারাবাহিকতায় মামলাটি প্রত্যাহারের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করে আসামিদের খালাস প্রদান করেন।
আদালতসূত্র জানায়, ২০১৩ সালের ১৪ জুলাই নগরীর কোতোয়ালী থানার বিআরটিসি মোড় বয়লার এভিনিউ কলোনীর সামনে ৪০০/৫০০ জন ধারালো অস্ত্র, লাঠি সোটাসহ মিছিল বের করে মিনিবাসে হামলার ঘটনা ঘটে। পুলিশ বাধা দিলে তাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করা হয়। একপর্যায়ে পুলিশ ৫৯ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় কোতোয়ালী থানার এসআই আবুল কালাম বাদী হয়ে সাবেক এমপি শাহজাহান চৌধুরীসহ ৩৯ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিষ্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৫ সালের ৭ সেপ্টেম্বর প্রত্যেকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা।










