সিলেটের শেফালী বেগম পুরনো কাপড়, জুতো, মোবাইল বিক্রি করেন। তিনি বলেন, ধর্ষণকে ক্ষমতার প্রদর্শন বলে মনে করে থাকে আমাদের সমাজের পুরুষেরা। তাই এই ঘটনাগুলো যদি বন্ধ করতে হয়-তাহলে নারীদের সম্মান করতে হবে।
তিনি বলেন, আমার চার মেয়ে। আমি নিজেও মেয়ে মানুষ। ঘরে-বাইরে সবসময় একটা ভয় কাজ করে মা হিসেবে, মেয়ে হিসেবে। অপরাধ দমনে আইনের কঠোর প্রয়োগ ও দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের প্রয়োজন। শাস্তি যদি দ্রুত হয়-তাহলে অপরাধটি যে নিকৃষ্ট সেটি আর দশ জনে জানবে। নারীরা দুর্বল না। আমরা সবাই এক হলে এ ধরনের ঘটনা ঘটবে না।